ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে রাজনৈতিক মামলায় জেলা যুবলীগ নেতা শাহীন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 23-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13315 জন
রাঙ্গামাটিতে রাজনৈতিক মামলায় জেলা যুবলীগ নেতা শাহীন গ্রেফতার ছবির ক্যাপশন: ১



​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

​রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত রাজনৈতিক মামলায় খান মোহাম্মদ শাহীন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস দল বনরুপা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পূর্বের একটি সন্ত্রাস বিরোধী ঘটনায় দায়েরকৃত রাজনৈতিক মামলার আসামী হিসেবে খান মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করা হয়।

​ গ্রেফতারকৃত খান মোহাম্মদ শাহীন রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী (লেকার্স পাবলিক স্কুল রোড) এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ এবং বর্তমানে রাঙ্গামাটি জেলা যুবলীগের সদস্য ও রাঙ্গামাটি শহর যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন