ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটি-২৯৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান

  • আপলোড তারিখঃ 29-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7874 জন
রাঙামাটি-২৯৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

​আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।​মনোনয়নপত্র জমাদানকালে দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

​মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দলীয় নেতৃবৃন্দ জানান, রাঙামাটির সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা রয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জনাব দীপেন দেওয়ান বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন এবং পাহাড়ের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে উপস্থিত সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন এই হেভিওয়েট প্রার্থী।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র