মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র জমাদানকালে দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দলীয় নেতৃবৃন্দ জানান, রাঙামাটির সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা রয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জনাব দীপেন দেওয়ান বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন এবং পাহাড়ের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে উপস্থিত সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন এই হেভিওয়েট প্রার্থী।