মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬। পাহাড়ি অঞ্চলের ইতিহাসে এই প্রথম রাঙ্গামাটিতে জাতীয় পর্যায়ের ট্যুরিজম বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলন উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রাবিপ্রবির ১২ বছরের পথচলায় এটি একটি ঐতিহাসিক আয়োজন। কনফারেন্সের মূল আয়োজনে রাবিপ্রবির সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত ৭০ জনের বেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।সম্মেলনের প্রথম দিন ১৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
“Tourism Tomorrow: Nature's Next Fleck to Explore”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
কনফারেন্সের প্রথম দিনে স্বাগত বক্তব্য দেবেন রাবিপ্রবির ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্স সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কো-চেয়ার জনাব মোসা হাবিবা এবং সমাপনী বক্তব্য রাখবেন কনফারেন্সের সদস্য-সচিব ও সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ।দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান।
মিট দ্য প্রেসে আয়োজকরা জানান, ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি Unique Hotel & Resorts PLC, Sabre, Pran Group, সমুদ্র সফেনসহ বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠান সম্মেলনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই জাতীয় ট্যুরিজম কনফারেন্স পাহাড়ি অঞ্চলের পর্যটন উন্নয়ন, গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরবে।