ঢাকা | বঙ্গাব্দ

সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয়

  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 642433 জন
সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয় ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ার করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা যাতে কেউ করতে না পারে সে জন্য দুদকে এসেছি। বিষয়টি দুদক চেয়ারম্যানকে জানানো হয়েছে। সমন্বয়কদের নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান সারজিস আলম।এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপ শেষে বেলা দেড়টার দিকে তারা বেরিয়ে যান।

সারজিস আলম বলেন, গত ১৬ বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। জনগণের আস্থা আসে। সেটা নিয়ে চেয়ারম্যানের আলোচনা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন