ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়া উড়ালের আগমুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 643143 জন
মালয়েশিয়া উড়ালের আগমুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ ছবির ক্যাপশন: ১

স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মালয়েশিয়া উড়াল দেওয়ার সময় মিরপুর ১৩ নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুমকে আটকে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না এবিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ।

বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।তিনি জানান, মাসুম তার স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিলেন। তিনি বিমানের ৭টা ৫০ মিনিটের ফ্লাইটের ওঠার জন্য সপরিবারে বিমানবন্দরে এসে চেক-ইন সম্পন্ন করেন। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে আটকে দেওয়া হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।