ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার দুইজন

  • আপলোড তারিখঃ 02-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36438 জন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার দুইজন ছবির ক্যাপশন: যুবদল নেতা কামরুল হোসেন ও তার সহযোগী গোলাম রাব্বি


মোঃ নজরুল ইসলাম://

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক কামরুল হোসেন (৪০) এবং  তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার কামরুল পৌর এলাকার তারাগণ গ্রামের এবং রাব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দের নেতৃত্বে একদল পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার (রেজি. নং—চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭) থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা এবং  প্রাইভেটকারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র