বান্দরবান প্রতিনিধি;//
পর্যটন জেলা বান্দরবানের আলীকদমের তৈনখাল থেকে স্মৃতি আক্তার (২৪) নামের আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্র বার (১৩ জুন) বেলা ১১:১৫ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট দু'জনের লাশ উদ্ধার হলো।
পুলিশ জানায়, এখনো এক জন পর্যটক নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহটি যে স্মৃতি আক্তারের, সেটা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি এক জন নারী পর্যটকের। তারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)।
তার বাবার নাম মো. হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাভার গ্রামে।
এর আগে গত কাল বৃহস্পতি বার (১২ জুন) ভোরে শেখ জোবাইরুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়না তদন্তের জন্য বান্দরবান পাঠানো হবে।
জানা যায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত ছিলেন। তার মধ্যে ২২ জনের দল বুধবার (১১ জুন) রাতের কোন এক সময় তৈন খাল পার হচ্ছিলেন।
এ সময় ৩ জন পানির স্রোতে ভেসে দুর্ঘটনার শিকার হন।
মো. হাসান নামে ট্যুর গ্রুপের এক কো-হোস্ট এখনো নিখোঁজ রয়েছেন।