ঢাকা | বঙ্গাব্দ

রুপনগর থানার এলাকায় ১কেজি৫০০গ্রাম গাজা এবং ওজন মাপার মেশিন ও ২ মাদক কারবারী সহ ১০জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 12-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25388 জন
রুপনগর থানার এলাকায় ১কেজি৫০০গ্রাম গাজা এবং ওজন মাপার মেশিন ও ২ মাদক কারবারী সহ ১০জন গ্রেফতার ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক://

  এক কেজি ৫০০ গ্রাম  গ্রাঁজা ও ডিজিটাল পরিমাপক মেশিন হেফাজতে রাখা ০২ জন মাদক ব্যবসায়ী সহ  মোট ১০ জন গ্রেফতার করা হয়। 


গত ইং ১২/১২/২০২৫ খ্রিঃ তারিখে  অফিসার ইনচার্জ জনাব,মনজুরুল হাসান মাসুদ স্যারের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনা করে রূপনগর থানাধীন দুয়ারীপাড়া বালুরমাঠ সাকিনস্থ ১নং রোডে অবস্থিত বরফ ফ্যাক্টরীর সামনে কাজী শাহানুর কবির এর বাসার ভিতরে ইং ১২/১২/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ০০.৪৫ ঘটিকায় ০২  জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   ও তাদের হেফাজত হইতে ০১  কেজি ৫০০ গাজাঁ ও গাজাঁ পরিমাপক যন্ত্র জব্দ তালিকা মুলে জব্দ করা হয় ।


 রুপনগর থানার মামলা নং ০৫,তারিখ-১২/১২/২৫,ধারা-৩৬ (১) সারনির ১৯(ক)/৪১ মুলে গ্রেফতারকৃত আসামী ১ ।আঃ রাজ্জাক (৩৯) ২। মোঃ আলমগীর হোসেন (৪৫) দ্বয়কে ১ (এক) কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাজাঁ পরিমাপক মেশিন সহ গ্রেফতারপূর্বক  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় ।


ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত আসামী ১। কাজী মোঃ সাইফুল ইসলাম কিরন (৪৫), ২। মোঃ আলী হোসাইন (৩১), ৩। সামিউল বাশার সাকিব (১৮), ৪। আঃ আল রাফি (২১), ৫। মোঃ শাওন (২৬), ৬। শফিকুল ইসলাম (২৮), ৭। সুমন (২৩)মোঃজাকারিয়া হোসেন (৩০) গনদেরকে স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত মিরপুরে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র