ঢাকা | বঙ্গাব্দ

কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের পাশে ককটেল বিসফোরণ

  • আপলোড তারিখঃ 16-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23010 জন
কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের পাশে  ককটেল বিসফোরণ ছবির ক্যাপশন: ১

মতিউল ইসলাম হৃদয়://

রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে ককটেল মেরেছেদুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।

তবে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনাটি কলাবাগান থানা এলাকায় ঘটেছে।

এদিকে, পরিবেশ, বন এবং  জলবায়ু পরিবর্তনের ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ