ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 502516 জন
যাত্রাবাড়ীতে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত ছবির ক্যাপশন: ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)। তিনি ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম বলেন, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের পিঠে ছুটিকাঘাতের জখম রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানিয়েছেন, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ওয়ারী বিভাগের একজন কনস্টেবল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন। তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।এদিকে, আহত পুলিশ কনস্টেবলের সহকর্মীরা জানিয়েছেন, কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে আশরাফের পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন