মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে হাজার কোটি টাকা হাতিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিজ এলাকায় তার রিরুদ্ধে রয়েছে ভূমি দখল, প্রতারণাসহ নানান অভিযোগ। পরিবহনে চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণ করে বিশাল অংকের কমিশন নিতেন তিনি। আত্মীয়-স্বজন আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন নীপিড়ক বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে আত্মগোপনে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। এলাকায় দেখা মিলছে না তার সাঙ্গপাঙ্গদেরও।
মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরয়া উপজেলা) চারবারের সংসদ সদস্য জাহিদ মালেক (স্বপন)। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং একবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরই এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন জাহিদ মালেক ও তার অনুসারীরা। রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে এলাকায় গড়েন ত্রাসের রাজত্ব। এতদিন ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার জুলুম ও অত্যাচারের চিত্র তুলে ধরেন অনেকে।ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা এলাকায় শত শত বিঘা জমির মালিক হয়েছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব জমি জোরপূর্বক অথবা নামমাত্র মূল্যে লিখে নিয়েছেন। জমি লিখে না দিলে তাদের নামে মিথ্যা মামলাসহ হয়রানিরও খবর পাওয়া গেছে।মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য কেনা হয় সাড়ে ৩১ একর জমি। এসব জমির বেশির ভাগ জাহিদ মালেক নিজের প্রতিষ্ঠান এবং ছেলে-মেয়ের নামে জোরপূর্বক লিখে নেন। এরপর কৃষিজমিতে মাটি ভরাট করে মৌজা মূল্য বাড়ানোর চেষ্টা করেন। যাতে সরকার জমি অধিগ্রহণ করলে বেশি মূল্য পাওয়া যায়।