ঢাকা | বঙ্গাব্দ

অভিনেত্রী নাবিলা অন্যরকম।

  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 563194 জন
অভিনেত্রী নাবিলা অন্যরকম। ছবির ক্যাপশন: ১


সেরা কি না জানি না। বিয়ের পর শ্বশুড়বাড়িতে আসা গেস্টদের জন্য প্রথম বানিয়েছিলাম শাহি টুকরা। ইফতার আইটেম ছিল সেটি। সবাই এতো প্রশংসা করেছিল যে কি বলব। আর আমার মেয়ে আমার বানানো পাস্তার বিশাল ভক্ত। আমি একটা ব্রেড পিজা করি, সেটাও পছন্দ করে খায়।

আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ‘রাঁধুনী-র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’ অনুষ্ঠানটির জন্য ও আপনার জন্য রইলো শুভকামনা।

আপনাকেও ধন্যবাদ। পাঠকদের বলব, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলোকে নতুনভাবে চিনতে, জানতে ও শিখতে আমাদের অনুষ্ঠানটি দেখুন। টেলিভিশনের পাশাপাশি মাছরাঙা টেলিভিশন ও রাঁধুনী-র ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ