ঢাকা | বঙ্গাব্দ

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 323824 জন
ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ১


ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি//

সিলেটের ওসমানীনগরে "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর   খাবার সর্বজনীন" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাঈনুল আহসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপি আই নিউটন ধরের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত,নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব,ডাঃ মনিকা বিশ্বাস, মেডিকেল অফিসার মোঃ আল আমীন সিদ্দিকী, জাহিদ হাসান, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী দাস, সহকারী শিক্ষক আব্দুল আহাদ, অবিভাক সুজিত কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, নূর মিয়া বালিকা বিদ্যালয় ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুষ্টি বিষয়ক রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন