ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ

  • আপলোড তারিখঃ 31-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 322487 জন
কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ছবির ক্যাপশন: ১


মোঃআসাদুজ্জামান নুর, তাজুল ইসলাম //


গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সূধী সমাবেশ ও মতবিনিময় সভা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, জামায়াতের পৌর আমীর মাওলানা আমিমুল এহসান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সতেরো বছর পর নিজস্ব কার্যালয়ে সূধী সমাবেশের আয়োজন করতে পারায় আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।

এ সময় অন্যান্যের মাঝে জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন