ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সারাদেশে এক হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 247822 জন
২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সারাদেশে এক হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয় ইসলাম, সিনিয়র ক্রাইম রিপোর্টার ://

২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সারাদেশে এক হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার (২৭ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া ৪৯০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।


এ ছাড়া একটি ৭.৬২ চায়না রাইফেল, একনলা বন্দুক একটি, ওয়ান শুটারগান একটি, এক রাউন্ড গুলি, কার্তুজের খোসা ১৫টি এবং একটি এলজি উদ্ধার করা।

এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।