ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় বিপ্লবও সংহতি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

  • আপলোড তারিখঃ 15-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 551932 জন
জাতীয় বিপ্লবও সংহতি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার,১৫ নভেম্বর,২০২৪ ইং। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপি। 

চিত্রাঙ্কন এই প্রতিযোগিতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীর প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেন তিনি। 

ক্ষুদে শিল্পীরা বিকেল থেকেই চিত্র অঙ্কনে  অংশ নেয়ার পর যাচাই বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। 


পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন,পল্লবী থানা মহিলাদলের সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ। 


অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ ও মাহফুজুর রহমান মুকুল। 


১৫ নভেম্বর, শুক্রবার। 





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ