ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ মাদককারবারীকে গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 19-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 591613 জন
বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ মাদককারবারীকে গ্রেফতার। ছবির ক্যাপশন: ১

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ মো. নাজিম উদ্দিন নেজাম (৫২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে বোয়ালখালী থানার পূর্ব কধুরখীলের ইমামনগর জমাদার ঘাটা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নেজাম কধুরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ মিনহাজ।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কধুরখীল ইউনিয়নের জমাদার ঘাটা এলাকার বসতঘর থেকে নেজামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এমএস




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন