ঢাকা | বঙ্গাব্দ

শূন্যপদ পূরণে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

  • আপলোড তারিখঃ 24-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 544978 জন
শূন্যপদ পূরণে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ছবির ক্যাপশন: ১

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।আজ রবিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন ঘোষণা আসছে।

এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২২ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ