ঢাকা | বঙ্গাব্দ

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময়, বন্দুকধারী নিহত

  • আপলোড তারিখঃ 24-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 583407 জন
জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময়, বন্দুকধারী নিহত ছবির ক্যাপশন: ১

জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ রবিবার স্থানীয় একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার খবরে বলা হয়, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালান। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর রাবিয়াহ এলাকায় আরও পুলিশ সদস্য আসেন এবং অ্যাম্বুলেসগুলোকে ছুটতে দেখা যায়।

প্রসঙ্গত, জর্ডানের রাবিয়াহ এলাকা বর্তমানে ইসরায়েলবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে সম্প্রতি জর্ডানে বেশ কয়েকটি বড় ধরনের তবে শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র বলেছে, অপরাধীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু হওয়ায় পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, জর্ডানের ১ কোটি ২০ লাখ অধিবাসীর ফিলিস্তিনি বংশোদ্ভূতের সংখ্যা কম নয়। মূলত ১৯৪৮ সালে ইসরায়েল নামক রাষ্ট্রটি জন্মের পরেই অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন।

প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে জর্ডানের আবদ্ধ হওয়ার বিষয়টি দেশটির অধিকাংশ নাগরিক ভালো চোখে দেখছেন না। তাদের ভাষ্যমতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা তাদের প্রতিবেশী ফিলিস্তিনি ভাইদের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শামিল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র