মোঃ মনির -এমআই হৃদয় //
যাএাবড়ীতে গত বুধবার কোটা সংস্কার দাবি আদায়ের চেষ্টা রাস্তা বন্ধ করে গাড়ী ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে ছাএরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা পাল্টি সংঘর্ষ চালিয়েছে দিনে থেকে রাত বারোটা পর্যন্ত। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় যে যাএাবাড়ী থানার গেইটে দাড়িয়ে থাকা rab ১০ এর দূইটি গাড়ী ৭:৪৫ মিনিটে ভেঙ্গে পালিয়ে যায়। এবং কুতবখালী কাজলা পাড় টোল প্লাজার সামনে একটি মোটর সাইকেলে সন্ধ্যা ৬:৩০মিনিটে আগুন লাগিয়ে জালিয়ে ফেলা হয় এত করে সারাদিন পরিবহনের গাড়ী রাস্তায় চলতে পারেনি। এবং যাত্রাবাড়ীর চৌরাস্তায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আতঙ্ক বিরাজ করে।