অনলাইনখবর://হোয়াটসঅ্যাপ শুধু আর কথাবার্তার অ্যাপ নয়- ব্যক্তিগত থেকে শুরু করে পেশাগত জীবনেও এটি হয়ে উঠেছে অন্যতম প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম। ফাইল, ডকুমেন্ট, ছবি কিংবা ভিডিও- সবকিছুই শেয়ার হয় এই মাধ্যমে। কিন্তু সেই সঙ্গে একটি বড় সমস্যা দাঁড়ায় যখন অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ফোনের গ্যালারিতে অজান্তেই জমা হতে থাকে। এতে যেমন ডাটা নষ্ট হয়, তেমন ফোনের স্টোরেজও হঠাৎ ভরে যায়।
এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ চালু করতে চলেছে নতুন এক প্রাইভেসি ফিচার, যেখানে ছবি-ভিডিও সেভ হবে কিনা, সেটা নিয়ন্ত্রণে থাকবে প্রেরকের হাতে।