ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপলোড তারিখঃ 25-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 308635 জন
মিরপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছবির ক্যাপশন: ১

তাজু ইসলাম, হৃদয় ইসলাম  শিপলু://

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।আজ শুক্রবার সকালে এভিনিউ ৫-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং  সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ৩টি ইউনিট। আগুন লাগার কারণ এবং  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ