ঢাকা | বঙ্গাব্দ

পানির বোতল হতে পারে গাড়িতে আগুন লাগার কারণ

  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 356809 জন
পানির বোতল হতে পারে গাড়িতে আগুন লাগার কারণ ছবির ক্যাপশন: ১

গরমে গাড়িতে আগুন লাগার ঘটনা অনেক বেশি দেখা যায়। রাস্তায় চলতে চলতে দেখা যায় গাড়িতে আগুন লেগে যাচ্ছে। বিভিন্ন কারণে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এমনকি সামান্য পানির বোতলের কারণেও আগুন ধরতে পারে গাড়িতে।

গাড়ি চালানোর সময় নানা ধরনের অসাবধানতার কারণে বড় দুর্ঘটনা ঘটে যায় রাস্তার মধ্যেই আর এমনই একটি বিপজ্জনক বিষয় হলো পানির বোতল।সাবধান না হলে তীব্র গরমের মধ্যে একটা সামান্য পানির বোতলের কারণেই আপনার গাড়িতে আগুন লেগে যেতে পারে। গাড়ির ভেতরে পানির বোতল রেখে গাড়ি যদি রোদের মধ্যে পার্ক করে রাখা হয়, তাহলেই বিপদ অবশ্যম্ভাবী।

কারণ এই পানির বোতল স্বচ্ছ হওয়ায় এটি লেন্সের মত কাজ করবে, আর এর মধ্যে দিয়ে সূর্যের আলো গাড়ির ভেতরে প্রবেশ করে তাপ উৎপন্ন করে। পানির বোতলের মধ্যে দিয়ে যাওয়া সূর্যালোক এক স্থানে কেন্দ্রীভূত হওয়ার কারণে তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

আর এই তাপ এতটাই প্রবল হতে পারে যে গাড়ির সিট, কাপড় বা অন্য কোনো দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন ধরিয়ে দিতে পারে।

বিশেষজ্ঞরা এক মাস ধরে কয়েকটি পানির বোতল গরম জায়গায় সংরক্ষণ করেছিলেন। তারা দেখেছেন যে যখন বোতলগুলোকে প্রায় ১৫০ ডিগ্রি তাপমাত্রায় চার সপ্তাহ ধরে রাখা হয়েছিল, তখন নির্গত বিপিএ-এর পরিমাণও দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।তাই পানির বোতল গাড়ির ভেতরে খোলা জায়গায় রাখা উচিত নয় গরমের দিনে। রোদে পানির বোতল রাখার পরিবর্তে, এটি আপনার সঙ্গে রাখুন এবং ভয়াবহ আগুনের ঝুঁকি এড়ান। যদি আপনি এটি সঙ্গে রাখতে না পারেন, তাহলে এটি সিটের নিচে রাখুন যাতে এটি রোদের সংস্পর্শে না আসে।


গাড়িতে সানশেড ব্যবহার করা যায় যাতে সূর্যের আলো সরাসরি আপনার ড্যাশবোর্ড বা সিটের উপর না পড়ে। তাছাড়া প্লাস্টিকের বোতলের বদলে স্টিল বা তামার বোতল ব্যবহার করা যায় সুরক্ষার জন্য।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন