কাইয়ুম খান
৩০ এপ্রিল পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় খুলনা জেলার জোড়াগেট, শিববাড়ী, সোনাডাঙ্গা, খোজারখোলা এবং বয়রা এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ১৯টি গাড়ি পরীক্ষা করে ০৭টি গাড়ি থেকে মোট ১৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। এ সময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এবং মো: মারুফ বিল্লাহ, পরিদর্শক উপস্থিত ছিলেন। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে ছিলেন খুলনা জেলা পুলিশের সদস্যগণ।