ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 415707 জন
নড়াইলে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন: ১


আব্দুল কাইয়ুম খান 


অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের খুলনার বিভাগব্যাপী মোবাইল কোর্ট অভিযান চলমান রয়েছে । নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৭ মার্চ নড়াইল জেলার কালিয়া ও নড়াইল সদর উপজেলায় খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ও নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে ৩ টি সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ইটভাটা ও ১টি ফিক্সড চিমনির ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলার সহকারি পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন । আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে। বায়ু দূষণ রোধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন