ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে আজ শুক্রবার আবারও নতুন করে দাবানলের সৃষ্টি

  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 305856 জন
ইসরায়েলে  আজ শুক্রবার আবারও নতুন করে দাবানলের সৃষ্টি ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://দখলদার ইসরায়েলের রামলি শহরে দাবানলের সৃষ্টি হয়েছে। যা এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (২ মার্চ) রামলির বনাঞ্চলে দাবানলের সূত্রপাত হয় বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শহরটির পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে রুট ৪০ এর দিকে পাঁচজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন।

অপরদিকে দখলদকৃত জেরুজালেমের একটি জায়গায় আগুন লেগেছিল। তবে অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাবানলের সৃষ্টি হয়। যা টানা দুইদিন জ্বলেছিল। এ সময়টায় জেরুজালেমের ৫ হাজার জায়গা পুড়ে গেছে। যার মধ্যে সাড়ে তিন হাজার একর বনাঞ্চল।

এই দাবানল কেউ ইচ্ছাকৃতভাবে উস্কে দিয়েছিল কি না এখন সেটির তদন্ত করছে ইসরায়েলিরা। এরমধ্যে আজ শুক্রবার আবারও নতুন করে দাবানলের সৃষ্টি হলো। নতুন দাবানলটি কত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে এখন সেটিই দেখার বিষয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ