ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের তৎপরতায় উদ্ধার হল হারিয়ে যাওয়া ১ লক্ষ ৬৫ হাজার টাকা!

  • আপলোড তারিখঃ 19-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 308732 জন
পুলিশের তৎপরতায় উদ্ধার হল হারিয়ে যাওয়া ১ লক্ষ ৬৫ হাজার টাকা! ছবির ক্যাপশন: যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীতে সম্মিলিত ছবি

সিনিয়র ক্রাইম রিপোর্টার-মতিউল ইসলাম (হৃদয়):

ব্যবসায়িক কাজে রক্ষিত টাকা ১ লক্ষ ৬৫ হাজার খোয়া যাওয়া টাকা ২৪ ঘন্টার মধ্যে ফিরে পেলেন মোঃ আবুল হোসেন খান (৪৫) নামের একজন ব্যবসায়ি। হারিয়ে ফেলে সম্পূর্ণ টাকা উদ্ধার করলো পুলিশ।

বুধবার (১৮.০৬.২০২৫) বিকালে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ হাসান বশির তার হাতে টাকাটি তুলে দেন।

যাত্রাবাড়ী ফাড়ী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭.০৬.২০২৫) ব্যবসায়িক প্রয়োজনে সকাল ৯ টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে মোটরসাইকেলে রাইড শেয়ার করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা হন জনাব আবুল হোসেন খান। তার সঙ্গে একটি নীল রঙের শপিং ব্যাগে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ছিল। ব্যাগটি মোটরসাইকেলে মাঝখানে ছিল। সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে টাকা ভর্তি ব্যাগটি ফেলে আসে। তিনি দুশ্চিন্তায় পড়ে যান এবং দিক-বিদিক খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি যাত্রাবাড়ী থানায় বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ হাসান বশির এর নিকট খোয়া যাওয়া টাকার বিষয়টি আসলে তিনি গুরুত্বের সাথে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় ফাঁড়ীর আরো দুজন অফিসার ১। এএসআই মুহাম্মদ মুহিউদ্দিন ও ২। এএসআই মাহাবুবুল আলম কে অধিকতর খোজ খবর নেয়াসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের দায়িত্ব দেন। তারা সায়েদাবাদ এলাকায় যে সকল স্থানে মোটরসাইকেল রাইড শেয়ারিং হয় এমন সব পয়েন্টে ব্যক্তিটিকে সনাক্তের নানা রকম কৌশল কাজে লাগাতে থাকে এক পর্যায়ে তাকে শনাক্তে সক্ষম হয়।

পরবর্তীতে খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশের ব্যাপক তৎপরতার সংবাদটি জানতে পারলে উক্ত ব্যক্তি যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে সশরীরে উপস্থিত হয়ে ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসান বসির কে উক্ত টাকা ফেরত দেন।

পরে ফাঁড়ি ইনচার্জ প্রকৃত টাকার মালিক কে মুঠোফোনে যোগাযোগ করে তার উপস্থিতিতে সকলের সামনে তার হারিয়ে যাওয়া ১ লক্ষ ৬৫ হাজার টাকা হস্তান্তর করেন।

পুলিশের এমন মহতিপূর্ণ কাজে জনাব আবুল হোসেন খান অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন