ঢাকা | বঙ্গাব্দ

কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলার সময় এক তরুণ ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে

  • আপলোড তারিখঃ 03-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 350926 জন
কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলার সময় এক তরুণ ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে ছবির ক্যাপশন: ১

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ফুলের ছবি তোলার সময় এক তরুণ ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম ইসতিয়াক আহমেদ রাফিদ। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে

ছবি তোলার সময় দ্রুতগতির একটি ট্রেন চলে আসায় ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান তিনি।

তার দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইসতিয়াক। দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, ইসতিয়াক রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন। ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমবেদনা জানান তার ফটোগ্রাফির ভক্তরা। ইশতিয়াক অসাধারণ ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই প্রাণ হারালেন তিনি।রাফিদের তোলা ছবি এখন শুধুই ছবি হয়ে আছে। তার ফেসবুক আইডিতে ঢুকলে দেখা মেলে অসাধারণ ফটোগ্রাফি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন