অভিষেকেই চমকে দিয়েছিলেন হামজা চৌধুরী। সেই জোয়ারের পর এবার বাংলাদেশ ফুটবল দলে খেলার দ্বারপ্রান্তে আরেক বংশোদ্ভূত খেলোয়াড় সামিত শোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এখন বাকি কেবল ফিফার অনুমোদন। সেখান থেকে অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে খেলায় সামিতের আর কোনো বাধাই থাকবে না।
আগামী ১০ জুন জুন সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ফিফা অনুমোদন দিলে ওই ম্যাচে সামিত খেলতে পারেন।কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামিত শোমকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে দেশের ফুটবলে। আজ পাসপোর্ট হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডারের লাল-সবুজ জার্সিতে খেলা অনেকটাই নিশ্চিত। সামিতের বয়স ২৭। আর তিনি খেলেন মিডফিল্ডে। কানাডার অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলেছেন তিনি। ২০২০ সালে কানাডার হয়ে আন্তর্জাতিক ম্যাচ দুটি খেললেও অবশ্য গোল করতে পারেননি।
জাতীয় দলের বাইরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার হিসেবে খেলেন সামিত।
বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে বাফুফের সঙ্গে প্রথম যোগাযোগ করেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই মিডফিল্ডারের। এরপর ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজীরও জায়গা হয় জাতীয় দলে। আর গত মার্চে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলে তো নবজাগরণই তোলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা।