ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের মহেশখালীতে দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত

  • আপলোড তারিখঃ 06-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 342718 জন
কক্সবাজারের মহেশখালীতে দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদন ://

কক্সবাজারের মহেশখালীতে দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।নিহত মামুন শরীফ (৩৫) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং  স্থানীয় অটোরিকশা চালক নাজেম উদ্দিন জানান, তিনি মহেশখালীর ঝাপুয়া স্টেশন থেকে গাড়ী নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি মারাক্কাঘোনা এলাকায় জনৈক কায়সারের ফার্মেসীর দোকানের সামনে রাস্তার উপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।ওসি কায়সার হামিদ বলেন, রাতে মহেশখালীর মারাক্কাঘোনা এলাকায় রাস্তার উপর আহত অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চমেকে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি আরওজানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে হয়েছে। কারা, কি কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তাই এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র