কাইয়ুম খান
৭ মে বুধবার দিনভর যশোর জেলার সদর উপজেলার কণেজপুর এলাকায় এএফআই রিনিউএবল এনার্জি ইন্ড্রাসট্রিজ ও প্রফেসরপাড়া মহিলা কলেজ রোড নোয়াপাড়া অভয়নগর এলাকায় আমিনুর রহমানের কাঠের পিড়ি ও বেলুন তৈরির কারখানায় পরিবেশের আইন অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে, প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোর জেলার উপ-পরিচালক মোঃ এমদাদুল হক। অভিযান পরিচালনায় যশোর জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানানো হয়, শব্দ ও বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান খুলনা বিভাগ ব্যাপী চলমান রয়েছে।