ঢাকা | বঙ্গাব্দ

বাহিরের দেশে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক

  • আপলোড তারিখঃ 16-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 345391 জন
বাহিরের দেশে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত এবং  কার্যক্রম নিষিদ্ধের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে শরীয়তপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল সরদারকে আটক করা হয়েছে। তিনি শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র এবং  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুরের গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম।

ওসি জানান, গত ৫ আগস্টের পর থেকে আউয়াল পলাতক ছিলেন। গতকার বৃহস্পতিবার রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন জানান, ‘গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গতকাল রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে করেছে। তবে ইমিগ্রেশন থেকে ফরমাল কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখছি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন