ঢাকা | বঙ্গাব্দ

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকটে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত দেখার কেউ নেই

  • আপলোড তারিখঃ 18-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 209244 জন
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকটে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত দেখার কেউ নেই ছবির ক্যাপশন: ১


আঃ হাকিম ://



বাগেরহাট জেলার রামপাল  উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেশ কিছুদিন যাবত পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় রোগী সহ আগন্তুক ও চিকিৎসকদের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ,দৈনন্দিন কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে । সরেজমিনে দেখা যায়, গত ১সপ্তাহ যাবত ১৯ শয্যা বিশিষ্ট ভবনটির পানি সরবরাহ ঠিক থাকলেও ৩১ শয্যার  ভবনটির পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার ফলে রোগীসহ আগন্তুক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। রোগী ও স্বজনদের সাথে আলাপ কালে তারা জানায়, পানির অভাবে এখানে বাথরুম গুলো ব্যবহার করা যাচ্ছে না,গোসল করা যাচ্ছে না ,এমনকি খাবার পানির সংকট দেখা দিয়েছে। এখানে সেবা নিতে এসে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মানসম্মত থাকলেও পানি সরবরাহ ব্যবস্থা ঠিক না থাকায় আরও বেশি ভোগান্তি হচ্ছে। 


এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, ৩১ শয্যা ভবনটির পানি সরবরাহের পুরো প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে ফলে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট ও বিভিন্ন সহযোগী মাধ্যমকে জানিয়েছি এখনো এর কোন সমাধান হয়নি। 


বিষয়টি নিয়ে বাগেরহাট জেলা স্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।


এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, পানি সঞ্চালনের লাইন নষ্ট হয়ে গেছে,আমি আপনাদের মাধ্যমে জানলাম । খোঁজখবর নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন