কাইয়ুম খান
আজ ২০ মে ২০২৫ বিশ্ব মেট্রোলজি দিবস, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে, মাননীয় শিল্প উপদেষ্টা ও শিল্প সচিব মহোদয় পৃথক পৃথক বাণী দিয়েছেন এবং বিএসটিআই এ বিষয়ে বুকলেট প্রকাশ করেছে।এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে, খুলনার উদ্যোগে সকাল ১১ টায় বিএসটি়আই এর সম্মেলন কক্ষে সর্বকালের পরিমাপ সকলের জন্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সহ মহানগরী ও জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, প্রকৌশলী রহিমা তালুকদার উপ-পরিচালক ও অফিস প্রধান বিএসটিআই বিভাগীয় কার্যালয় খুলনা। বিএসটিআই অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।