কাইয়ুম খান ://
যথাযথ মর্যাদায় খুলনায় বিশ্ব মেট্রলজি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ২০ মে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় খুলনার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হোসাইন শওকত, মোহাম্মদ জুলফিকার আলী হায়দার পুলিশ কমিশনার কেএমপি খুলনা, জনাব বিজন কুমার মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা, এম নাজমুল আজিম ডেবিড সাধারণ সম্পাদক (ক্যাব) খুলনা অংশগ্রহণ করেন। এ বছর বিশ্ব মেট্রলজি দিবসের প্রতিপাদ্য হলো সর্বকালেই পরিমাপ সকলের জন্য। সভায় বিএসটিআই খুলনা এর উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী রহিমা তালুকদার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিএসটিআইএর সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি উল্লেখ করেন খুলনা কার্যালয়ে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি স্থাপন করার ফলে এ অঞ্চলে সেবা গ্রহীতাদের দ্রুততম সময়ে সেবা প্রদানে বিএসটিআইএর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএসটিআইএর সঠিক পণ্য ভোক্তা সাধারন এর কাছে পৌঁছে দিতে মনিটরিং কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে এবং বিএসটিআই এর সনদ প্রদান সহজীকরণের জন্য পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে দৈনন্দিন জীবনে শিল্প কৃষি চিকিৎসা তথা জীবনের সকল ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তারা বিএসটিআইয়ের কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন । সেই সাথে ভোক্তা সন্তুষ্টি অর্জনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান । পুলিশ কমিশনার তার বক্তব্যে পরিমাপের ক্ষেত্রে ধর্মীয় ও নিতী নৈতিকতার উপর আলোচনা করেন এবং বিএসটিআইয়ের আইন মেনে শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান । আলোচনা সভায় শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।