ঢাকা | বঙ্গাব্দ

কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!

  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 331507 জন
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও! ছবির ক্যাপশন: ১

কিছুদিন ধরেই বলিউডের বাতাসে জোর গুঞ্জন চলছে প্রেম করছেন জাহ্নবী কাপুর। এখানে-সেখানে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে তাকে দেখাও গেছে। তাই সময়টা বেশ ভালোই যাচ্ছে শ্রীদেবী কন্যার।

শুধু তাই নয়, জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরের সিনেমা ‘হোমবাউন্ড’ এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আন সার্টেন রিগার্ডের জন্য নির্বাচিত হয়েছে। সবমিলিয়ে যেন আকাশে উড়ছেন জাহ্নবী।

ছবিটির প্রদর্শনীর আগে জাহ্নবী উড়ে গেছেন কানে। ১৯ মে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি প্লেটে প্যানকেক, যার ওপর চকলেট সসে লেখা ছিল ‘কানস রেডি? টি-১ ডে!


এদিকে দিদির সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে বোন খুশি তার কথিত প্রেমিক ওরিকে নিয়ে হাজির কান শহরে। ছবিটির স্ক্রিনিংয়ে অংশ নিতে ফরাসি রিভেরায় পৌঁছেছেন তারা। সঙ্গে রয়েছেন জাহ্নবীর প্রেমিক শিখরও।  

তাদের ঝলমলে ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন করণ জোহর।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন