মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
আজ ০৫ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যের ব্যক্তিগত ও দাপ্তরিক সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়ের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারিত্বের নির্দেশ
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।এছাড়াও, পুলিশ সুপার মহোদয় সার্বিক প্রশাসনিক বিষয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে,শৃঙ্খলা ও দক্ষতা বজায় রাখা।কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ যথাযথভাবে অনুসরণ করা।দায়িত্ব পালনে বুদ্ধিমত্তা ব্যবহার করা।ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।