বান্দরবান প্রতিনিধি//
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অদ্য (০৪ জুন২০২৫ইং) বুধবার বান্দরবান জেলার লামা উপজেলায় কর্মরত হিল ভিডিপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে মহাপরিচালক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দিন ব্যাপী ঈদ উপহার সামগ্রী বিতরণে নেতৃত্ব প্রদান করেন উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু।
উপহার সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই ২ প্যাকেট, কুলসোন সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, কোকোলা নুডুলস ২ প্যাকেট, পাউডার দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, পোলাও চাল ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার।
ঈদ উপহার পেয়ে বাহিনীর সদস্যগণ খুবই খুশি। তারা মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বান্দরবান আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট,লামা উপজেলা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপহার প্রাপ্ত সদস্যগণ পাহাড়ে কর্তব্য রত হিল ভিডিপির বেতন ভাতা বৃদ্ধি এবং রেশনের আওতায় আনার জন্য মহাপরিচালক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।