ঢাকা | বঙ্গাব্দ

অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা

  • আপলোড তারিখঃ 05-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 327155 জন
অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা ছবির ক্যাপশন: ১

অনলাইন://

ব্যালারিনা’ সিনেমার প্রিমিয়ারে এসে সহ-অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা করলেন কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। মঙ্গলবার রাতে হলিউডের বিখ্যাত টিএলসি চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সেখানে আনা টমের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এটা অবিশ্বাস্য, টম ক্রুজ নিজে থেকে ‘ব্যালারিনা’ ছবির প্রশংসা করেছেন।’

আনা দে আরমাস আরও বলেন, ‘উনি শুধু আমাদের সিনেমার নয়, সব সিনেমার পক্ষেই দাঁড়ান। তিনি চান সিনেমা ইন্ডাস্ট্রি ভালো করুক, মানুষ আবার হলে ফিরে আসুক। এখন আমরা একসঙ্গে কাজ করছি। তিনি ‘ব্যালারিনা’ দেখেছেন এবং খুব পছন্দ করেছেন। ‘জন উইক’ সিরিজটাও উনার ভীষণ পছন্দের।’

টম ক্রুজ বর্তমানে নিজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সেখান থেকেই তিনি ‘ব্যালারিনা’ নিয়ে বলেছিলেন, ‘আমি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিটাকে ভালোবাসি। তারা যে পরিশ্রম করে এই ধরনের গল্প তৈরি করে, সেটা আমি বুঝি। আর এখন আনার 'ব্যালারিনা' আসছে। এটা দুর্দান্ত কিছু হতে যাচ্ছে।’

আনা দে আরমাস বলেন, ‘টম ক্রুজের মতো কেউ যখন একটি সিনেমার পাশে দাঁড়ান, তখন সেটা বিশেষ কিছু হয়ে ওঠে। একজন তারকার পক্ষ থেকে এই সমর্থন সত্যিই হৃদয়ছোঁয়া। শিল্পীদের একে অন্যকে সমর্থন করা উচিত। আমরা সবাই মিলে ভালো করতে পারি।’




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।