মিসেস কুমকুম://
গত শুক্রবার রাত ১২ পেরিয়েই আগমন শনিবার গত ১৪ ই জুন শনিবার সকাল থেকেই উৎযাপিত হলো শনির আখড়া, দনিয়া, কদমতলী,ঢাকা এলাকায়।
শ্রী শ্রী শনি ও সত্যনারায়ণ দেবের ২৪১ তম পূজা অনুষ্ঠিত হয়। পৃথিবীতে শনি গ্রহরাজ্যের রাজা শ্রী শ্রী শনি ও সত্যনারায়ণ দেবের আগমন তিনি এসেছেন তিনি সকল জাতির ধর্মের লোকের মঙ্গল করার ও মনুষের কল্যাণে জন তিনি এই ধরনীতে মানুষের কল্যাণে জন এই পূজা শুরু করেন আজ ২৪১ তম পূজা অনুষ্ঠিত। এখনে সকল জাতির লোক আসে যাদের শনির দশা কাটেনা তারা এসে এই পূজায় নিয়ত নজরানা দিয়ে শরিক হয় ও মান্নত করে তবে যে খাস নিয়তে এখানে শনির দশা পূজায় শরিক হয় তাদের শনিদশা কেটে যায়। যার বিশ্বাস ভক্ত আছে সেই এখানে শনির পূজায় কিছু মান্নত করে নাজরানা দিয়ে শরিক হয় বৎসর শেষে সেই নজরানা দানবক্সে ওঠে সেই নাজরানার টাকা দিয়ে ও কমিটির সদস্য সবাই মিলে বিশাল পূজার আয়োজন করে এখানে সকল প্রকারের ফল, মিষ্টান্ন, পায়েস দিয়ে পূজা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী শনি ও সত্যনারায়ণ দেবের ২৪১ তম পূজা উৎযাপিত করেন। আয়োজনে শ্রী শ্রী শনি মন্দির পরিচালনা কমিটি সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্ত বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।