ঢাকা | বঙ্গাব্দ

যশোরের শার্শায় বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের সাধারণ শ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ 15-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 309014 জন
যশোরের শার্শায় বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের সাধারণ শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন: ১





মনির হোসেন, বেনাপোল:- //

যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, 

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সদস্য  আইয়ুব হোসেন (৪২) নামে এক শ্রমিক মারা যায়। 


রোববার ১৫ জুন দুপুর ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।


সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই। 


বর্তমান  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।


আইয়ুব হোসেন ছিলেন এলাকায় সদালাপী, নম্র ভদ্র  ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে। মরহুমের জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়ায় অনুষ্ঠিত হবে


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, 

উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।#


প্রেরকক:-

মো,মনির হোসেন বেনাপোল যশোর। 

তারিখ:-১৫/০৬/২৫

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন