ঢাকা | বঙ্গাব্দ

নিসাঙ্কার ব্যাটে দ্বিতীয় সেশনও শ্রীলঙ্কার

  • আপলোড তারিখঃ 19-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301712 জন
নিসাঙ্কার ব্যাটে দ্বিতীয় সেশনও শ্রীলঙ্কার ছবির ক্যাপশন: ১

অনলাইন://


সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬০ ওভারে ২৩৩/২ (নিসাঙ্কা ১২৬*, ম্যাথুজ ২১*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪) 

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*;তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০) চান্ডিমালকে ফিরিয়ে বাংলাদেশ ১৫৭ রানের বড় জুটি ভাঙলেও দ্বিতীয় সেশনটা ছিল শ্রীলঙ্কার। যার পেছনে মূল অবদান ওপেনার পাথুম নিসাঙ্কার। শুরু থেকে প্রান্ত আগলে দলকে দিশা দেখাচ্ছেন তিনি। তার ব্যাটেই শক্ত ভিতের ওপর এখন দাঁড়িয়ে স্বাগতিক দল। নিসাঙ্কার সঙ্গে যোগ দিয়েছেন এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। চায়ের বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ২৩৩ রান। নিসাঙ্কা এখনও ব্যাট করছেন ১২৬ রানে। ম্যাথুজ ২১ রানে। তারা অবিচ্ছিন্ন আছেন ২৯ রানে। শ্রীলঙ্কা এখনও ২৬২ রানে পিছিয়ে।   

১৫৭ রানের জুটি ভাঙলেন নাঈম

দ্বিতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েছিলেন পাথুম নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। দ্রুত গতিতে রান তুলছিলেন তারা। এই জুটিতে ভর করেই স্কোর ছাড়ায় দুইশ। দলের ২০৪ রানে সেই জুটি অবশেষে ভেঙেছেন নাইম। তার লেগ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন চান্ডিমাল (৫৪)। তাতে ভেঙেছে ১৫৭ রানের জুটি। স্লিপে চান্ডিমালের ক্যাচ নেন সাদমান। প্রথম সেশন থেকে লঙ্কানদের হয়ে আধিপত্য বিস্তার করে চলেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা এবং  দিনেশ চান্ডিমাল। দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন নিসাঙ্কা। সার্বিকভাবে অবশ্য তৃতীয়। তার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েছে শ্রীলঙ্কা। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমালও। ক্যারিয়ারের ৩৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাতে দ্রুত গতিতে রান যোগ হচ্ছে স্কোরবোর্ডে। দুজনের জুটি ছাড়িয়েছে ১৫০ রান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন