ঢাকা | বঙ্গাব্দ

লামা পৌর সভার প্রায় ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ 01-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 279560 জন
লামা পৌর সভার  প্রায় ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা ছবির ক্যাপশন: ১



 আফজাল হোসেন জয়।

বান্দরবান প্রতিনিধি://



বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভা, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৩ কোটি ৮৫ লক্ষ ৯ হাজার ১২৫ টাকার বাজেট ঘোষণা করেছে। রবিবার (৩০ জুন) লামা পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এই  ঘোষণা করেন। একই সভায় বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সংশোধন করা হয়।


◼️এই বাজেটে অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ করে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।


অনুষ্ঠানে পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


◼️ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৫৪ টাকা।

◼️রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।


◼️রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ১ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা।

◼️স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৩১ লাখ ৪০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ১ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।

◼️এছাড়াও পানি সরবরাহ সহ অন্যান্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।


◼️উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।

উন্নয়ন আয়ের মধ্যে সরকার প্রদত্ত বিভিন্ন মঞ্জুরি ও সহায়তা দেখানো হয়েছে।


◼️এর মধ্যে কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট থেকে ৪ কোটি টাকা।

◼️জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা।

◼️পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৪০ লাখ টাকা।

◼️পৌর ভবন সম্প্রসারণ খাতে ৫০ লাখ টাকা সহ সরকারের বিভিন্ন খাত থেকে উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে।ে


◼️উন্নয়ন খাতের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৪ কোটি ৯৪ লাখ টাকা।

◼️ পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি নির্মাণ, সীমানা প্রাচীর ও মার্কেট নির্মাণে ১ কোটি ২৪ লাখ টাকা।

 অন্যান্য প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।


বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, এই বাজেটব বাস্তবায়িত হলে লামা পৌরসভার জনসাধারণের জীবন মানের উন্নতি ঘটবে। তিনি ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহ পৌর সভার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন