এখনসংবাদ ২৪://
লিওনেল মেসি একজন আর্জেন্টাইন কিংবদন্তি। পেলে না ম্যারাডোনা, কে সেরা? এই প্রশ্নের সমাধানও সম্ভবত করে দিয়েছেন মেসি। অসাধারণ প্রতিভা, ফুটবল মাঠে খেলতে নামলে যেন সবুজ গালিচায় ছবি আঁকেন। নামের পাশে রয়েছে ফিফা বিশ্বকাপ, বার্সার হয়ে দুটি ট্রেবল জয় এবং ব্যক্তিগত সেরার পুরস্কার আটটি ব্যালন ডি'অর।
যদিও সর্বশেষ ম্যাচে - পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তার ক্লাব ইন্টার মিয়ামি। যেখানে তিনি কোনও গোল করতে বা কোনও অ্যাসিস্ট করতে পারেননি - মনে রাখার মতো কোনও পারফর্ম্যান্সও ছিল না।
তবুও মাঠে তার উপস্থিতি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ক্যারিয়ারে পার্থক্য তৈরি করেছে।
আন্তর্জাতিক স্তরে, তিনি আর্জেন্টিনার রেকর্ড গোলদাতা। ২০১৪ সালে বিশ্বকাপে যন্ত্রণাদায়কভাবে মিস করার পর, তিনি তিন বছর আগে কাতারে দলকে তৃতীয় এবং তার প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।
৩৮তম জন্মদিনে জন্য পরিবেশন করা হলো মেসির ক্যারিয়ারে গোলের পরিসংখ্যান।