ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে পিসিসিপি'র মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 226542 জন
বান্দরবানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে পিসিসিপি'র মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয় // বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু তে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ৫ জন  যুবকের দলবদ্ধ গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার  (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মাও আবুল কালাম আজাদ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা,মো. এরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পৌরসভা,রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পিসিসিপি, ঢাকা মহানগর।


সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।


বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি  এখন নিত্য দিনের ঘটনা, তাই এসব বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।