ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বউ সাজ বিউটি পার্লারের নামে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন।

  • আপলোড তারিখঃ 22-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 171598 জন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বউ সাজ বিউটি পার্লারের নামে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবির ক্যাপশন: জাল টাকা সহ আটক লাকি আক্তার


মোঃমনিরহোসেন ://

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পাড়ায় অবস্থিত দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে যাওয়া বউসাজ বিউটি পার্লারে ব্যাগ রেখে যাওয়া তরুণীকে গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয় নবীনগর থানা পুলিশ। 

ইতিপূর্বে গ্রেফতার কৃত পার্লারের কর্মীরা আটককৃত মেয়েটিই ব্যাগ রেখে গিয়েছে বলে চিহ্নিত করেছেন।


লাকী আক্তার সহ ষড়যন্ত্রকারীদের গ্রেফতার এবং  শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী এবং  ছাত্র সমাজ মানববন্ধনে উপস্থিত থেকে বউ সাজ বিউটি পার্লারের মালিক জিন্নাহ বলেন,ষড়যন্ত্র করে আমার দীর্ঘ ৩২ বছরের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এই নাটক সাজানো হয়েছে, সিসি ক্যামেরার তথ্য মতে যে মহিলা ব্যাগ রেখে গিয়েছেন তাকে আটক করেছে নবীনগর থানা পুলিশ, অথচ আমার পার্লারের কর্মীদের কে আটক করে রেখেছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। 

মানববন্ধনে উপস্থিত থেকে প্রতিবাদ করেন নবীনগর পৌর সদরের অনেক বাসিন্দা ও ছাত্রসমাজ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন