নিজস্ব প্রতিবেদক ://
রাজধানীর জুরাইন এলাকায় ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ — আবেদনকারীদের প্রতিবাদ করা হয়
রবিবার ৩ অক্টোবর ২০২৫।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওএমএস ডিলার নিয়োগে গুরুতর অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন আবেদনকারীরা।
তাদের অভিযোগ, ২৯ সেপ্টেম্বর ঘোষিত ২০২৫ সালের ওএমএস ডিলার তালিকায় প্রকৃত যোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে অনৈতিকভাবে কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের দাবি গুলো হলো
১।ওএমএস নীতিমালা ২০২৪ অনুসারে পূর্বের ডিলারদের বাদ দেয়া যাবেনা না যতক্ষণ না তারা দোষী প্রমাণিত হন ।
২। অঞ্চলভিত্তিক সকল আবেদনকারীর তালিকা প্রকাশ করা এবং স্বচ্ছ ভাবে নাম উত্তোলন নিশ্চিত করতে হবে
৩। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত লটারির অবিলম্বে বাতিল করে পুনরায় ন্যায্যভাবে আয়োজন করা হোক।
৪। ঘুষ বাণিজ্য ও রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে ন্যায্য ডিলার নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫। রেশনিং কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ করা হোক।
৬। প্রধান নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষপাতিত্ব ও অনিয় দুর্নীতির বিষয়ে বিভাগীয় তদন্ত করা হোক।
৭। ডিলারের নিয়োগের ঘুষ ও বাণিজ্য বন্ধ করতে হবে।