ঢাকা | বঙ্গাব্দ

যশোরে পরিবেশ অধিদপ্তরের দিনভর বহুমুখী মোবাইল কোর্ট পরিচালনা

  • আপলোড তারিখঃ 30-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 56767 জন
যশোরে পরিবেশ অধিদপ্তরের    দিনভর বহুমুখী মোবাইল কোর্ট  পরিচালনা ছবির ক্যাপশন: ১


আব্দুল কাইয়ুম খান 

গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে যশোর জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বর্জ্য(ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা লংঘন করে  কার্যক্রম পরিচালনা করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। একই দিনে জেলা সদরের গোহাটা বড়বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ৬০ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া যশোর জেলা সদরের  ঢাকা রোড এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে  মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর । উক্ত মোবাইল কোর্টে ২০টি মোটরযান পরীক্ষা করে   এবং শব্দদূষণ আইন লঙ্ঘনের দায়ে ৪টি মোটরযানকে ১ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। দিনভর  পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন  পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।  মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ । যশোর জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের  এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ