ঢাকা | বঙ্গাব্দ

সদরঘাট লঞ্চ টার্মিনালে ৭টি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী, আটক -৩

  • আপলোড তারিখঃ 18-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17753 জন
সদরঘাট লঞ্চ টার্মিনালে ৭টি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী, আটক -৩ ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার মাসুম ইসলাম রাহাত://

 সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুষ্কৃতিকারী আটক ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং প্রসঙ্গে।   মঙ্গলবার তারিখঃ* ১৮ নভেম্বর ২০২৫।

 

*সময়ঃ* আনুমানিক ০১০০-০৮০০ ঘটিকায় 


 স্থানঃ* সদরঘাট লঞ্চ টার্মিনাল, সুত্রাপুর।


দায়িত্বরত ইউনিটঃ*  ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)।


ঘটনাঃ*  ইউনিটের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় সন্দেহভাজন কিছু দুষ্কৃতিকারীর অস্বাভাবিক গতিবিধি পর্যালোচনা করে সদরঘাট লঞ্চ টার্মিনালের ১৬ নম্বর পল্টনের মাটির নিচে পুঁতে রাখা সর্বমোট ৭ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এর সাথে সংশ্লিষ্ট একজনকে, মোঃ জিহাদ (১৯) এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আরো দুইজন, মোঃ মনির (৫০) ও মোঃ স্বাধীন(২০) কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে আরো জানা যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আতঙ্ক এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এই ককটেল গুলো রেখেছিল এবং আজ রাতে বিভিন্ন জায়গায় তাদের এই নাশকতা করার পরিকল্পনা ছিল।যৌথবাহিনীর অভিযান পরিচালনা শেষে গ্রেফতারকৃত তিনজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং উদ্ধারকৃত ৭ টি অবিস্ফোরিত ককটেল পুলিশের বোমডিসপোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়,

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। 


 আইনশৃঙ্খলা বাহিনীঃ* উক্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। ৫ বীর ( সাপোর্ট ব্যাটালিয়ন ) এর গোয়েন্দা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকা নিবিড় পর্যবেক্ষণ করছেন। এছাড়াও সদরঘাট আর্মি ক্যাম্পে একটি QRF প্রস্তুত রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ