ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুগ্ম মহাহাসচিব রুহুল কবির রিজভী

  • আপলোড তারিখঃ 05-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38976 জন
বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে   যুগ্ম মহাহাসচিব রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন://

বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রামে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এই দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

এর আগে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় স্থানীয় মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করা হয়।

এদিন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন